সোমবার, ২৫ জুলাই, ২০২২

 অদেখা ভালোবাসা


শেষ বিকেলের স্নিগ্ধ আলোয় লাগছে অপরূপা,

নীল আকাশের তারাগুলোই তোমার তুহফা।

চন্দ্রও যে হার মেনেছে তোমার রুপের কাছে,

তুমিই বলো তোমার মতো আর কেউ কি আছে?

সময় হলে সূর্য মামা ঠিকই যাবে অস্ত,

তোমার আমার ভালোলাগা হবে বিন্যস্ত।

চাঁদের আলোয় উঠোনেতে গল্প হবে আজ,

চোখ জুড়িয়ে দেখবো তোমায়, দেখবো তোমার সাজ।

চৌদিকের পাখ-পাখালী জুড়েছে কলরব,

ভালোবাসার কথাগুলো বলবো আজই সব।



-আরাফাত শিহাব

১০.০৪.২০২২ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  কোরআনের মতন বই লেখা সম্ভব নয় কেন? কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। এই কথাটি কোরআনই লেখা আছে। বেশি দূর যেতে হবে না। একেবারে প্রথম পৃষ্ঠাতে ২৩ ...