সত্যকে কখনো বিশ্বাস করতে হয় না। সত্য সবসময় সর্বস্তরে সত্যই থাকে। কারো বিশ্বাস-অবিশ্বাসে সত্যের পরিবর্তন হয় না। মিথ্যাকে বিশ্বাস করতে হয়। কারণ মিথ্যাকে বিশ্বাস করার জন্য কোন প্রমাণের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু মাত্রে বিশ্বাসের।
আমি চেস্টায় থাকবো প্রতিদিন একটা করে কবিতা আপলোড করার জন্য আমার এই ব্লগে। আমার নিজের লিখা কবিতা সরাসরি আপলোড করা হবে, আপনার যে কোন মন্তব্য কমেন্ট বক্সে করুন। অনুমতি ব্যতীত কপি করা সম্পূর্ণ নিষেধ 🚫। কপি করার পূর্বে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কপি করে তা পোস্ট করার সময় লিখকের নাম উল্লেখ করা বাধ্যতামূল (কবিতার ক্ষেত্রে) ।
কোরআনের মতন বই লেখা সম্ভব নয় কেন? কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। এই কথাটি কোরআনই লেখা আছে। বেশি দূর যেতে হবে না। একেবারে প্রথম পৃষ্ঠাতে ২৩ ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন