রবিবার, ২৪ জুলাই, ২০২২

অবাস্তব

বাস্ত

. আরাফাত আব্দুল্লাহ 

 চাঁদের ওই বারুদ হওয়া জমিনে লিখে দেব আমি

মিল্কিওয়ের প্রতিটা রাজ্যে বিলিয়ে দেব আমি

লিখে দেব তোমার হৃদয়ের অন্দর গহীনে

থাকবোনা বেঁচে আমি তুমি হীনে।

চাই শুধু তোমার মনের অন্দর মহলে

একটুখানি ঠাই,

তুমি বিনে কাউকে চাইনা

তোমাকেই যেন পাই।


.......শেষ ভরসা নৌকাতেই.......

 .......শেষ ভরসা নৌকাতেই.......

আরাফাত আব্দুল্লাহ

এ কেমন উন্নয়ন?
হাহাকারে ভরা আমার দেশ।
ক্লান্ত হয়ে ঘরে ফিরেও
ঘাম ঝরিয়ে শেষ।

লোডশেডিং তো নেই এখন
বিদ্যুত একটু দেখা দেয়,
উন্নয়নে ভাসছে এদেশ
শেষ ভরসা নৌকাতেই।

আমার দেওয়া খাজনা দিয়ে
এসির হাওয়া খাচ্ছে তারা,
মেগা প্রজেক্ট নাম দিয়ে
হাজার কোটির কাম সারা।

কত করবে দূর্নীতি আর
সময় এবার গর্জে ওঠার,
সব ভয় ডর দূরে ঠেলে
স্বাধীনতা আনবো আবার।


  কোরআনের মতন বই লেখা সম্ভব নয় কেন? কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। এই কথাটি কোরআনই লেখা আছে। বেশি দূর যেতে হবে না। একেবারে প্রথম পৃষ্ঠাতে ২৩ ...